ডেস্ক রিপোর্টার, ৯ জুলাই ।।
“বৃষ্টিস্নাত দিনেও রাজ্য জুড়ে ফ্লপ হয়েছে বামপন্থীদের ডাকা ধর্মঘট। মানুষ বামেদের ধর্মঘট ব্যর্থ করে দিয়েছে। গোটা রাজ্যের জন জীবন ছিলো স্বাভাবিক।”- বক্তা প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার।বুধবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়েছেন।
তাপস মজুমদারের বক্তব্য, বুধবার গোটা দেশে ধর্মঘটের ডাক দিয়েছিল সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি। সারা দেশেই বামেদের ডাকা ধর্মঘট ব্যর্থ হয়েছে।মানুষ এই ধর্মঘটকে মান্যতা দেয় নি।একই অবস্থা ছিলো রাজ্যেও। এদিন গোটা রাজ্যের জন জীবন ছিলো স্বাভাবিক। নিজস্ব ছন্দেই জন জীবন অতিবাহিত হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিলো। দূরপাল্লার সমস্ত যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। কোথায়ও কোনো সমস্যা হয় নি। মানুষ স্বর্তস্ফুত ভাবেই বামেদের বনধকে মান্যতা দিতে রাজি হয় নি। তাই বৃষ্টিস্নাত দিনেও সমস্ত স্তরের মানুষ তাদের কার্যকলাপ চালিয়ে যান। মানুষ বামেদের এই রাজনীতি এখন পছন্দ করে না।
তাপস মজুমদার বাম শাসিত রাজ্য কেরলের প্রসঙ্গ টেনে বলেন, কেরল সরকার নাগরিকদের জন্য হুলিয়া জারি করেছিল।কিন্তু কেরলের মানুষ বাম সরকারের হুলিয়াকে পাত্তাই দেয় নি।সরকারের নিষেধ সত্ত্বেও সেই রাজ্যের জনজীবন ছিলো স্বাভাবিক। সরকারী অফিস – আদালতে নির্দিষ্ট সময়ে কর্মচারীরা যোগ দেন কাজে। এবং করেন তাদের দাপ্তরিক কাজকর্ম।
প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদারের অভিযোগ, রাজ্যের বেশ কয়েকটি জায়গাতে বামপন্থীরা বনধের সমর্থনে পিকেটিং করে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছিল।কিন্তু তারা সফল হয় নি। মানুষ বামেদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিলো।