ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।
                            তিন দিনের রাজ্য সফরে এলেন বাংলাদেশের হাই- কমিশনার রিজা হামির উদ্দিন। রাজ্যে এসে বাংলাদেশের হাই কমিশনার ছুটে যান নিশ্চিন্তপুরস্থিত আন্তর্জাতিক রেল স্টেশনে। তিনি পুরো রেল স্টেশন ঘুরে দেখেন। রেল স্টেশনে নানান বিষয়ে খোঁজ খবর করেন তিনি। খতিয়ে দেখেন দুই দেশের মধ্যে থাকা রেল রাস্তা। এপার থেকে ওপারে ট্রলিতে করে রেল ট্র্যাক দিয়ে পরীক্ষা মূলক ভাবে চলাচল করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজা হামির উদ্দিন বিশেষ কিছু বলতে চান নি। তবে তিনি বলেছেন ,নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন দেখতে খুব সুন্দর।

রিজা হামির উদ্দিনের রাজ্য সফরে নতুন করে আশার আলোর দেখতে শুরু করেছে রাজ্যের ব্যবসায়ীরাও। ধারণা করা হচ্ছে,খুব শীঘ্রই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো নরম হবে। এবং স্থল বন্দর গুলি দিয়ে পুনরায় শুরু হবে ব্যবসা। এক্ষেত্রে রাজ্যের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল।স্টেশন একটি বড় ভূমিকা পালন করবে।তবে এই রেল স্টেশন দিয়ে কবে নাগাদ ত্রিপুরা – বাংলাদেশের মধ্যে রেল চলাচল শুরু হবে? এটা এখনো নিশ্চিত নয়। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য বন্ধ রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার।এই নিষেধাজ্ঞা এখনো ভারত প্রত্যাহার করেনি।তবে বাংলাদেশ চাইছে, ভারতের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু করতে। স্বাভাবিকভাবেই এই আবহে বাংলাদেশের হাইকমিশনার রিজা হামির উদ্দিনের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *