ডেস্ক রিপোর্টার,১১জুলাই।।
বাংলাদেশের ইউনূসের গুণ্ডা বাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে ওপার থেকে রাজ্যে এসে আশ্রয় নিলো এক হিন্দু পরিবার। তারা হবিগঞ্জ থেকে খোয়াই সীমান্ত দিয়ে এপারে রাজ্যে প্রবেশ করেছে। কিন্তু সীমান্তে বিএসএফ তাদের আটক করে। এবং তুলে দেয় খোয়াই থানার পুলিশের হাতে।
ওপার থেকে আসা হিন্দু পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইউনূসের গুণ্ডা বাহিনী তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। তারা একেবারেই নিঃস্ব। কোনো রকমে প্রাণ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে বাঁচার তাগিদে সীমান্ত টপকে এপাড়ে আসেন। তারা ভয়ে আর বাংলদেশে ফিরে যেতে চাইছেন না। ছোট্ট শিশুকে কোলে নিয়ে বাংলাদেশের হিন্দু পরিবারের গৃহবধূ বলছেন, ” আমরা বাড়িতে গেলে তারা মেরে ফেলবে। বাঁচার কোনো রাস্তা নেই।”
খোয়াই থানার পুলিশ জানিয়েছেন, তারা আন্তর্জাতিক নিয়ম মেনে বাংলাদেশি নাগরিকদের ওপারে পুশ ব্যাক করে দেবে। কাশ্মীরের পহেলগামের ঘটনার পর ভারত সরকার অবৈধ অভিবাসীদের ব্যবস্থা নেওয়ার জন্য দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মোতাবেক কাজ করছে রাজ্যের পুলিশ প্রশাসন।