#Pacherthal# India#bookofrecord#homeShikha#School#gril#Janatar Mashal।
ছোট্ট হোমশিখার এই সাফল্যে তার মা-বাবা আপ্লুত। একই ভাবে পেচারথল সহ গোটা রাজ্যের মানুষ।
সম্প্রতি হোমশিখা ইন্ডিয়া বুক অব রেকর্ডস-র আর,বি,আর এচিভার পুরষ্কারে ভূষিত হয়েছে।এই প্রতিযোগিতায় বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের ১৯৫টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র দুই মিনিট আটাশ সেকেন্ডর মধ্যে অনর্গল বলে দিয়েছে।

ধর্মনগর ডেস্ক, ২অক্টোবর।।
বিস্ময় বালিকা হিসেবে রাজ্যের মেয়ে হোমশিখার নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে। হোম শিখা চক্রবর্তী পেঁচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বয়স ৯ বৎসর। হোমশিখার বাবা মিঠুন চক্রবর্তী শিক্ষা দপ্তরে কর্মরত মা কণিকা দেবী শিক্ষিকা।
অভিভাবকদের কথায়, ছোট থেকেই হোমশিখার সাধারন জ্ঞানের প্রতি প্রতিভা পরিলক্ষিত হয়। সেই থেকেই মা – বাবা তালিম দিতে থাকেন ছোট্ট হোমশিখাকে।

আরও খবর পড়ুন
সম্প্রতি হোমশিখা ইন্ডিয়া বুক অব রেকর্ডস-র আর,বি,আর এচিভার পুরষ্কারে ভূষিত হয়েছে।এই প্রতিযোগিতায় বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের ১৯৫টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র দুই মিনিট আটাশ সেকেন্ডর মধ্যে অনর্গল বলে দিয়েছে।

সম্প্রতি হোমশিখা ইন্ডিয়া বুক অব রেকর্ডস-র আর,বি,আর এচিভার পুরষ্কারে ভূষিত হয়েছে।এই প্রতিযোগিতায় বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের ১৯৫টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র দুই মিনিট আটাশ সেকেন্ডর মধ্যে অনর্গল বলে দিয়েছে।
আরো খবর পড়ুন
https://x.com/janatarmashal24/status/1839528594281750911?t=_jHbTxtajKgqvnjPRcBGLw&s=19
একই ভাবে ভারতের ২৮টি রাজ্য ও তার রাজধানীর নাম এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল ও তার রাজধানীর নাম বলে দিয়েছেন নির্দ্বিধায় তার জন্য সময় ব্যয় করেছে মাত্র ২৩ সেকেন্ড।
হোমশিখা ৩০২টি সাধারন জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছে ১৫ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে।
অন্যদিকে ৩০২টি সাধারন জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছে ১৫ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। এভাবেই বহুমুখী প্রতিবার জন্য হোমশিখা অর্জন করেছে আর,বি,আর এচিভার পুরষ্কার। ছোট্ট হোমশিখার এই সাফল্যে তার মা-বাবা আপ্লুত। একই ভাবে পেচারথল সহ গোটা রাজ্যের মানুষ।