তেলিয়ামুড়া ডেস্ক, ৮ সেপ্টেম্বর।।
দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ার জি.আর.পি থানার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে তেলিয়ামুড়া রেলস্টেশন এবং রেলস্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ বাড়তে থাকলেও জি.আর.পি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারছে না? এই প্রশ্ন ঘুরপাক করছে জনমনে।
এই আবহের মধ্যে রবিবার আশ্চর্যজনকভাবে তেলিয়ামুড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে।। যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ দেখে জি.আর.পি পুলিশ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালক’কে আটক করেছে।

এখন প্রশ্ন হচ্ছে, যেখানে রেলস্টেশনের প্ল্যাটফর্মে জি.আর.পি প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না, সেখানে স্টেশন চত্বরে থাকা সাধারণ লোকজনকে কীভাবে নিরাপত্তা দেবে? তাই মানুষ জিআরপির উপর ভরসা করতে পারছে না। তবে চুরির ঘটনার সঙ্গে জড়িত নাবালককে গ্রেফতার করে লংঘন করেছে মানবাধিকার। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জি আর পি নাবালককে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যায়। তাতে ছিঃ ছিঃ রব ওঠেছে গোটা তেলিয়ামুড়াতে।