ডেস্ক রিপোর্টার, আগরতলা।
          ফের স্বামীর হাতে খুন গৃহবধূ। মৃতার নাম বিউটি দাস। অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস। ঘটনাস্থল আমতলী অযাচক আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনা শনিবার গভীর রাতে।
      বিশালগড়ে গৌতমনগর এলাকার বাসিন্দা জগন্নাথ দাস তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো আমতলী অযাচক আশ্রম সংলগ্ন এলাকার এক বাড়িতে। শনিবার রাতে পারিবারিক ঝামেলার জের ধরে ঘরের মধ্যে স্ত্রীকে গলা টিপে হত্যা করে স্বামী জগন্নাথ। এরপর সে নিজেই স্ত্রীকে নিয়ে যায় হাঁপানিয়া টিএমসিতে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করেন।পরিস্থিতি বেগতিক গৌতম নিজেই ছুটে আসে আমতলী থানায়।পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজের অপরাধ কবুল করে।
     এরপর রবিবার দুপুরে আমতলীর এসডিপিও- র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সঙ্গে নিয়ে যায় ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড। জানিয়েছেন এসডিপিও পারমিতা পান্ডে।
    জগন্নাথ যে তার স্ত্রীকে খুন করেছে এটা দিনের আলোর মতো স্পষ্ট। সে নিজেই স্বীকার করেছে ঘটনার সত্যতা। তবে পারিবারিক ঝামেলার কারণ কি? জগন্নাথকে জিজ্ঞাসাবাদ করে, এই রহস্য উন্মোচন করতে চাইছে তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *