ডেস্ক রিপোর্টার,২০ আগস্ট। 

             অরুন্ধতীনগরে রাজ্যের  রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে দেশের বিখ্যাত কৃষি বিজ্ঞানী  ডঃ এম. এস. স্বামীনাথনের মূর্তি উন্মোচন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীনাথনের মূর্তি উন্মোচন করে তাকে যোগ্য সন্মান জানায় রাজ্য কৃষি দপ্তর।প্রসঙ্গত ড: এম এস স্বামীনাথন ১৯৫২ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন।২০২৩- র ২৮ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়েছিলো।স্বামী নাথন তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, প্রশাসক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব।মূলত তিনি ছিলেন ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রধান স্থপতি। কৃষি মন্ত্রী রতন লাল নাথ এদিন কৃষি বিজ্ঞানী স্বামীনাথন এর মূর্তি উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, রাজ্যের কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধীরা বারবার অপপ্রচার করছে। কিন্তু তারা কৃষির উন্নয়ন দেখছে না। তাই মন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, ” আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিরোধীদের শুভ বুদ্ধির উদয় হোক।”

        এদিনের কৃষি দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকার , পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্ব প্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *