#Agartala # Darjeeling#Puja offer#Gauri Shankar।

অফারের পোশাকি নাম ‘Scratch and Win’ ও ‘ব্যাপক সাড়া রাজ্য জুড়ে DARJEELING আর নেইকো দূরে’।

।।গৌরী শঙ্কর বস্ত্রালয়ের সাংবাদিক বৈঠক।।

গৌরীশংকর বস্ত্রালয় কর্তৃপক্ষ বরাবর ব্যবসায়িক চিন্তা ভাবনার গন্ডি পেরিয়ে সামাজিক কাজকর্মেও নিজেদের জড়িয়ে রাখে। সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যার  প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে ছিল গৌরী শংকর বস্ত্রালয়। তাদের এই সামাজিক কার্যকলাপ উচ্চ প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।

“প্রতি আড়াই হাজার টাকার কেনাকাটার উপর খদ্দেরদের জন্য থাকছে স্ক্র্যাচ কার্ড (Scratch Card) ।

।।বিজ্ঞাপন।।

ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
            দরজায় কড়া নাড়ছে শরৎ ঋতুর আশ্বিন মাস।  এই শরৎ কালেই বাঙালির শ্রেষ্ঠ  উৎসব দুর্গাপূজা। শারদ উৎসবে বাঙালির গায়ে উঠে নতুন বস্ত্র। মা দুর্গার আগমনে বাঙালির নতুন বস্ত্র পরিধান এক পরম্পরা। এই পরম্পরা বজায় রাখতে বাঙালির ধনী গরিব সমস্ত অংশের মানুষ ভিড় জমায় বস্ত্রের দোকানে দোকানে। খদ্দেরদের চাহিদা পূরণ করতে বস্ত্র দোকানীরাও সাজিয়ে বসে তাদের পসরা।

।।উপকার ফাউন্ডেশনকে গৌরী শংকরের আর্থিক অনুদান।।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/tripura-news-bangladeshi-conspiracy-to-vacate-dambur-dam-in-tripura/

আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে আগরতলার মসজিদ রোডের অন্যতম বনেদি বস্ত্র প্রতিষ্ঠান গৌরী শঙ্কর বস্ত্রালয় খদ্দেরদের জন্য ঘোষণা দিয়েছে আকর্ষণীয় অফার। এই অফারের পোশাকি নাম ” Scratch and Win” ও” ব্যাপক সাড়া রাজ্য জুড়ে DARJEELING আর নেইকো দূরে”।  সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

।।বিজ্ঞাপন।।

প্রতিষ্ঠানের মার্কেটিং এডভাইজার  দীপক লাল জানিয়েছেন,  “প্রতি আড়াই হাজার টাকার কেনাকাটার উপর খদ্দেরদের জন্য থাকছে স্ক্র্যাচ কার্ড (Scratch Card) ।  এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে  গ্রাহকরা পাবেন  নিশ্চিত উপহার। ভাগ্যবান বিজয়ীরা পাবেন  শৈল শহর “দার্জিলিং “ভ্রমণের সুযোগ। তাও আবার একেবারে বিনামূল্যে। এবারের পুজোতে গৌরী শংকর বস্ত্রালয়ের বিশেষ আকর্ষণীয় শাড়ির মধ্যে থাকছে   মসরো কাতান, টিস্যু, মঙ্গল গিরি, গাদোয়াল, পার্টিওয়ার শাড়ি, বেনারসি শাড়ি, পাঞ্জাবি সহ নানান বস্ত্রাদি।

।।গৌরীশংকর বস্ত্রালয় নানান শাড়ির সম্ভার।।

গৌরীশংকর বস্ত্রালয় কর্তৃপক্ষ বরাবর ব্যবসায়িক চিন্তা ভাবনার গন্ডি পেরিয়ে সামাজিক কাজকর্মেও নিজেদের জড়িয়ে রাখে। সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যার  প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে ছিল গৌরী শংকর বস্ত্রালয়। তাদের এই সামাজিক কার্যকলাপ উচ্চ প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে গৌরী শংকর বস্ত্রালয় “উপকার ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংস্থার সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে। এবং   সংস্থাটিকে অনুদান স্বরূপ ১০ হাজার টাকার চেক প্রদান করেছে। আসন্ন শারদ উৎস উপলক্ষে গৌরী শংকরের পক্ষ থেকে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার মার্কেটিং এডভাইজার  দীপক লাল।

।।বিজ্ঞাপন।।

আরো খবর পড়ুন

https://x.com/janatarmashal24/status/1832300984011518276?t=juIsesSnPsoGmffKagKcKw&s=19

বস্ত্র ব্যবসায়ী গৌরীশংকরের শারদ অফারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার প্রফুল্ল কুমার চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে ছিলেন উপকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জয়া দেব, বিশিষ্ট সমাজসেবি  কণিকা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী  জয়ন্তী চৌধুরী,  মসজিদ রোড ব্যবসায়ী কমিটির সম্পাদক জয়ন্ত সাহা ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনি কি মিস করেছেন