ডেস্ক রিপোর্টার,২১ নভেম্বর।।
হঠাৎ বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপতালের কর্তব্যরত চিকিৎসকরা রাজীব ভট্টাচার্য’ র শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।সেখানেই চলছে তাঁর চিকিৎসা। অনুষ্ঠানিক ভাবে হাসপাতালের চিকিৎসকরা রাজীব ভট্টাচার্য্যের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলেন নি।
রাজ্য সভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য’ র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় দলীয় নেতা – কর্মী- সমর্থকরা। অবশ্যই যাচ্ছেন মন্ত্রী – বিধায়করাও।

