স্থানীয়দের একাংশের দাবি,  ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই জঘন্য কাজ করেছে দুষ্কৃতীরা।ঘটনার পর থেকেই ঢাল তলোয়ারহীন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের প্রশ্ন, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, সেখানে এই সংগঠন গুলোর নীরবতা কেনো?

তেলিয়ামুড়া ডেস্ক, ২৪ জানুয়ারি।
                 আবারও হিন্দু সনাতন ধর্মের আরাধ্য দেবতা শনি দেবের মূর্তির উপর চড়াও অজ্ঞাত দুষ্কৃতীরা।  ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মেথিরাই রিয়াং বাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শনি মন্দিরে ।
       বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী,শুক্রবার গভীর রাতে কে বা কারা মন্দিরে হামলা চালিয়ে শনিদেবের মূর্তির হাত ও আঙ্গুল ভেঙ্গে দেয়।শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে এসে ভাঙ্গা মূর্তি দেখে চরম ক্ষোভে ফেটে পড়েন।  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
    স্থানীয়দের অভিযোগ, এটি উদ্দেশ্য প্রণোদিত হামলা।, যার পেছনে থাকতে পারে গভীর ষড়যন্ত্রের।
শানি মন্দিরে হামলার পেছনে কারা জড়িত, তা নিয়ে এখনো ধোঁয়াশা। 
স্থানীয়দের একাংশের দাবি,  ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই জঘন্য কাজ করেছে দুষ্কৃতীরা।
ঘটনার পর থেকেই ঢাল তলোয়ারহীন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের প্রশ্ন, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, সেখানে এই সংগঠন গুলোর নীরবতা কেনো?দোষীদের  দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামের লোকজন। রাজ্যের সনাতনী সমাজের লোকজনের কথায়,  ধর্মীয় বিশ্বাসে আঘাত মানে শুধু মূর্তি ভাঙা নয়—এটি মানুষের আত্মিক অনুভূতির উপর আঘাত।
প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনআস্থা ফিরিয়ে আনতে।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *