ডেস্ক রিপোর্টার,২ ডিসেম্বর।।
          সোমবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়লো  তেলিয়ামুড়া বাইশঘড়িয়া গ্রামের কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বসত বাড়ি সহ দোকান- পাট।দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা কাদের মিঞা, বিল্লাল হোসেন ও গনি মিয়ার বাড়িতে আগুন দিয়েছে। নাশকতার আগুনে সর্বস্ব শেষ হয়ে যায় এই তিন পরিবার।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন বলেন, রাতের আধারে কে বা কারা পেট্রোল ছিটিয়ে তাদের বাড়িঘরে আগুন দেয় দুষ্কৃতীরা। অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকা।
         রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুণ আয়ত্বে আনতে ব্যবহার করা হয়েছে দুইটি দমকল ইঞ্জিন।অভিযোগ,অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত গনি মিয়া বাইশঘড়িয়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। সে এনডিপিএস ও পক্সো আইনে অভিযুক্ত। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কে বা কারা রয়েছে? দুষ্কৃতীদের মোডাস অপারেন্ডিই কি ছিলো, তা এখনো স্পস্ট নয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *