ডেস্ক রিপোর্টার, ৩আগস্ট।।
মুখ্যমন্ত্রীর হাত ধরে ধলাই জেলার কমলপুরে উদ্বোধন হলো নতুন ক্রিকেট স্টেডিয়াম। স্থানীয় কেসি বালিকা বিদ্যালয়ের মাঠে তৈরি হয় এই নয়া ক্রিকেট স্টেডিয়াম। মূলত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আর্থিক আনুকূল্যে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। রবিবার স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।
নতুন এই ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, স্টেডিয়াম উদ্বোধনের ফলে গোটা অঞ্চলের ক্রিকেটের অভূতপূর্ণ উন্নয়ন হবে। প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররা সরগড় হতে পারবে আধুনিক প্রশিক্ষণের সঙ্গে। ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকেও উঠে আসতে পারবে প্রতিভাবান ক্রিকেটাররা।
এদিন ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় কেসি বালিকা বিদ্যালয়ের মাঠে। বেঙ্গল টাইগার ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই প্রীতি ম্যাচ কেন্দ্র করে স্টেডিয়াম চত্বরে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। তার কারণ, বেঙ্গল টাইগার্সে ছিল টলিউডের চিত্র তারকারা। এই দলের নেতৃত্বে ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার যীশু সেনগুপ্ত। সঙ্গে এক ঝাক টলি তারকা।

