কৈলাসহর ডেস্ক, ১০ মে।।
ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে গ্রেফতার কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান। তার নাম আছাদ মিয়া।বাড়ি কৈলাসহর নুরপুর গ্রামে। শুক্রবার গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ অভিযুক্ত আছাদ মিয়াকে গ্রেফতার করে। আছাদ মিয়ার গ্রেফতার এর খবর পেয়ে শনিবার দুপুরে কৈলাসহর থানায় ছুটে যায় স্থানীয় লোকজন। তারা আছাদ মিয়ার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে।
সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুর নিয়ে কটু মন্তব্য করেছিল কৈলাসহরের নুরপুরের বাসিন্দা আছাদ মিয়া। সে একসময় নুরপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান ছিল। ভারত – পাকিস্তান যুদ্ধের ইস্যুতে আছাদ পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে নানান পোস্ট করে। যদিও পরবর্তী সময় পোস্ট ভাইরাল হয়ে যাওয়ার পর আছাদ পোস্টটিকে ডিলেট করে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে আচ্ছাদ মিয়ার পোষ্ট ভাইরাল হয়ে যায়। তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ তুলে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলার পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়। এই মামলার প্রেক্ষিতেই কৈলাসহর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।।
#Tripura #kls #arrest #facebook #JM
