ডেস্ক রিপোর্টার, ৩০ অক্টোবর।মক
ডি ওয়াই এফ আই – র প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী পয়লা নভেম্বর থেকে ৩ নভেম্বর বই উৎসব অনুষ্ঠিত হবে আগরতলা ছাত্র যুব ভবনে। এদিন সকাল ১১টায় অধ্যাপিকা আলপনা সেনগুপ্তের হাত ধরে উদ্বোধন হবে বই উৎসব।সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন, ডি ওয়াই এফ- র রাজ্য সভাপতি ও সম্পাদক নবারুণ দেব।
সাংবাদিক বৈঠকে বাম যুব নেতারা বলেন, পুজোর সময় বামপন্থী ছাত্র যুব সংগঠনের বইয়ের স্টল ভেঙে দেওয়া হয়েছিল। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেন। তারা অভিযোগ করেন, যুব সমাজকে বই পড়তে না দিয়ে ড্রাগসের নেশার দিকে ধাবিত করছে বিজেপি – আর এস এস।

