চুড়াইবাড়ি ডেস্ক,৬ মার্চ।।
                  আগামী ৮ই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর বারোটায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হয়। মূলতঃ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন, কদমতলা আর,ডি ব্লক, বিতান সামাজিক সংস্থা ও টিআরএলএমের যৌথ উদ্যোগে এই এক দিবসীয় বিশ্ব নারী দিবস দিনটি উদযাপন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেন। তাছাড়াও এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তরাজ্য শিশু সুরক্ষা অধিকারের প্রজেক্ট ম্যানেজার মনিকা ভট্টাচার্য্য, মহিলা কমিশনের সদস্যা রত্না দেবনাথ কর, ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, মহিলাদের স্বার্থে কাজ করা সমাজসেবিকা রূপালী অধিকারী এবং সমাজসেবক কাজল দাস প্রমুখরা। উদ্বোধনী সংগীতের পরেই প্রধান অতিথিরা একে একে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ গুরুত্ব ও নারীদের বিভিন্ন মর্যাদা, সুরক্ষা ও বাঁচার অধিকার নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এখনো যে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতি মুহূর্তে অবহেলা শিকার হচ্ছে তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন বক্তারা। মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, নারী দিবসের সংজ্ঞা পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেন হল ভর্তি উপস্থিত এসএইচজি গ্ৰুপের সকল নারীদের সম্মুখে। তাছাড়াও তিনি নাবালিকা বিয়ের বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন। আঠারো বছরের নিচে কোন কন্যা সন্তানের যেন বিবাহ না হয় সেদিকে নজর দিতে প্রত্যেক মা ও উপস্থিত জনপ্রতিনিধিদের আহ্বান করেন তিনি। সর্বোপরি তিনি ড্রাগসের বিষয়েও দীর্ঘ আলোচনা করেন। সমস্ত রাজ্যের মধ্যে উত্তর জেলায় যুবকরা ড্রাগসের প্রতি অনেক গুণ এগিয়ে রয়েছে। এতে যেমন একটি পরিবার বিনষ্ট হচ্ছে তেমনি সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস ব্যবহার করে টিনএজার থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলেরা এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। যা ভয়ংকর আকার ধারণ করছে সমস্ত রাজ্য জুড়ে। এতেও যেন মায়েরা সক্রিয় ভূমিকা পালন করে এই আহ্বান রাখেন উপস্থিত শত শত মায়েদের নিকট।
এদিকে অনুষ্ঠানের সর্বশেষে কদমতলা ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্যা এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়াও কদমতলা এলাকার একমাত্র মহিলা আগর ব্যবসায়ী ও খুদে বক্সার নাবালিকাকেও সংবর্ধিত করা হয় এই মঞ্চে। অনুষ্ঠানের সর্বশেষে উপস্থিত প্রধান অতিথি ও মহিলারা এক কিলোমিটার পায়ে হেঁটে এদিনের অনুষ্ঠানের জানান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *