#Agartala #police #Headquatres #IPS #Officer #Janatar#Mashal।
দীর্ঘ সময় আইপিএস ভিএস যাদবকে দূরে সরিয়ে রেখে ইনচার্জ ডিজিপির দায়িত্ব পালন করেছিলেন রাজীব সিং!

“রাজ্য পুলিশের বর্তমান ডিজিপি অমিতাভ রঞ্জনের চাকরি আর বেশি দিন নেই।তিনি চলে যাবেন অবসরে। মণিপুর – ত্রিপুরা ক্যাডারের আইপিএস – র তালিকায় সিনিয়রিটি অনুযায়ী অমিতাভ রঞ্জনের পর রয়েছেন রাজীব সিং।স্বাভাবিক ভাবেই রাজীব সিং রাজ্যের পরবর্তী ডিজিপির দৌঁড়ে এগিয়ে রয়েছেন।”
নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকও রাজীবকে ত্রিপুরায় পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে।

ডেস্ক রিপোর্টার, ২২নভেম্বর।।
অগ্নিগর্ভ মনিপুর থেকে আবারও রাজ্যে ফিরেন আসছেন আইপিএস রাজীব সিং। এবং মণিপুরের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য সেখানে পাঠানো হতে পারে আইপিএস অনুরাগ ধ্যানকরকে। রাজীব সিং বর্তমানে মণিপুর পুলিশের ডিজিপি। অনুরাগ ধ্যানকর রাজ্য পুলিশের এডিজি। এই খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।তবে রাজীব সিংকে পুনরায় রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলেই মনে করছে আরক্ষা প্রশাসনের লোকজন।

মণিপুর – ত্রিপুরা ক্যাডারের আইপিএস – র তালিকায় সিনিয়রিটি অনুযায়ী অমিতাভ রঞ্জনের পর রয়েছেন রাজীব সিং।
রাজ্য পুলিশের বর্তমান ডিজিপি অমিতাভ রঞ্জনের চাকরি আর বেশি দিন নেই।তিনি চলে যাবেন অবসরে। মণিপুর – ত্রিপুরা ক্যাডারের আইপিএস – র তালিকায় সিনিয়রিটি অনুযায়ী অমিতাভ রঞ্জনের পর রয়েছেন রাজীব সিং।স্বাভাবিক ভাবেই রাজীব সিং রাজ্যের পরবর্তী ডিজিপির দৌঁড়ে এগিয়ে রয়েছেন। রাজ্যে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাজীব সিংয়ের। তিনি দীর্ঘ দিন রাজ্য পুলিশের ইনচার্জ ডিজিপি ছিলেন। দায়িত্ব পালন করেছেন এডিজি’ র।
আরো খবর পড়ুন

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জামানায় রাজীব সিং চেয়েছিলেন স্থায়ী ভাবে ডিজিপির চেয়ারে বসতে। পুলিশ মহলে গুঞ্জন, দীর্ঘ সময় আইপিএস ভিএস যাদবকে দূরে সরিয়ে রেখে ইনচার্জ ডিজিপির দায়িত্ব পালন করেছিলেন রাজীব সিং। শেষ পর্যন্ত অবশ্যই রাজীব সিংকে পুলিশ মহানির্দেশকের চেয়ার ছাড়তে হয়েছিল।সিনিয়রিটিকে মান্যতা দিয়ে নিয়ম অনুযায়ী পুলিশ মহানির্দেশকের দায়িত্ব নিয়েছিলেন আইপিএস ভিএস যাদব। যাদবের অবসর গ্রহণের পর রাজীব সিং পুনরায় চেয়েছিলেন ত্রিপুরায় ফিরতে।
কিন্তু অমিতাভ রঞ্জন সিনিয়র হওয়াতে রাজীব সিংয়ের পক্ষে ডিজিপির চেয়ারে বসতে পারেন নি।
এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক চাইছে অনুরাগ ধ্যানকরের মতো একজন দক্ষ আইপিএসকে ডিজিপির দায়িত্ব দিয়ে মনিপুরে পাঠাতে।

আরো খবর পড়ুন
https://x.com/janatarmashal24/status/1858401130482475167?t=We-m7aWO8CBn6TeYGvkc6w&s=19
এখন অমিতাভ রঞ্জন অবসর গ্রহণের দোরগোড়ায় এসেছেন। অমিতাভ রঞ্জনের পর সিনিয়র রাজীব সিং। স্বাভাবিকভাবেই আগামী দিনে রাজ্য পুলিশের ডিজিপি পদে বসার জন্য রাজীব সিং-র রাস্তাও উন্মুক্ত হচ্ছে। এই কারণেই নাকি রাজীব সিং এখন ফিরতে চাইছেন ত্রিপুরায়। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকও রাজীবকে ত্রিপুরায় পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ সদর দপ্তরেও কান পাতলেই ভেসে আসছে রাজীব সিংয়ের আগমন ও অনুরাগ ধ্যানকরের মনিপুর গমন সংক্রান্ত আগাম খবর।
অন্যদিকে মনিপুরের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ক্ষণে ক্ষণেই বাড়ছে অস্থিরতা। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক চাইছে অনুরাগ ধ্যানকরের মতো একজন দক্ষ আইপিএসকে ডিজিপির দায়িত্ব দিয়ে মনিপুরে পাঠাতে। অনুরাগ ধ্যানকর তাঁর চাকরি জীবনে বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। মনিপুরের মতো অশান্ত রাজ্যে অনুরাগ ধ্যানকর তাঁর অভিজ্ঞাতকে কাজে লাগিয়ে সফল হতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি মণিপুরের সমস্যা সমাধানের জন্য অনুরাগ ধ্যানকরকে ব্যবহার করতে চাইছে। পুলিশ সদর দপ্তরেও কান পাতলেই ভেসে আসছে রাজীব সিংয়ের আগমন ও অনুরাগ ধ্যানকরের মনিপুর গমন সংক্রান্ত আগাম খবর।।।