ডেস্ক রিপোর্টার,১৮ মার্চ।।
চলতি মাসের শেষ সপ্তাহে গোটা দেশে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। স্বাভাবিক ভাবেই মহা সঙ্কটে ব্যাংকের গ্রাহকরা। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। গোটা দেশের সঙ্গে রাজ্যেই এই দুইদিন চলবে ব্যাঙ্ক ধর্মঘট।মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষনা দিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্ব।
সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, তারা ১১ দফা দাবির ভিত্তিতে দুইদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক কর্মীদের বক্তব্য, দেশের ব্যাঙ্ক গুলিকে বেসরকারি করণের চেষ্টা চলছে। এর তীব্র বিরোধিতা করেন নেতৃত্ব। তারা জানিয়েছেন, ২০০৮ সালে গোটা বিশ্ব জুড়ে ব্যাঙ্ক শিল্পে মন্দা নেমে এসেছিল। বহু দেশে ঝাঁপ পড়ে গিয়েছিল ব্যাংকের।কিন্তু ভারত বর্ষে এরকম হয় নি। ব্যাঙ্ক কর্মীরা সমস্ত বাধাকে তুরি মেরে ফেলে দিয়ে দেশের ব্যাঙ্ক শিল্পকে সুরক্ষিত রেখেছে। তারপরও ব্যাঙ্ক কর্মীরা নানান সুযোগ – সুবিধা থেকে বঞ্চিত। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের উপর গোঁসা করেছেন সমস্ত স্তরের ব্যাঙ্ক কর্মীরা।তাই দাবি আদায়ের লক্ষ্যে তারা দুইদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। শেষ সপ্তাহে ধর্মঘটের জন্য দুইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।তাছাড়া রয়েছে চতুর্থ শনিবার ও রবিবার। এই দুই দিন সরকারি ছুটি। সব মিলিয়ে শেষ সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকবে সর্বসাকুল্যে তিন দিন।
