ডেস্ক রিপোর্টার,৮ অক্টোবর।।
ছড়ার জল থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। নাম বিন্দু মাধব সিনহা। বাড়ি দেবী পুর।
ঘটনা কৈলাসহর ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ভাগ্যপুর এক নম্বর ওয়ার্ডে।
বুধবার সকালে ভাগ্যপুর এলাকার লোকজন ছড়ার জলে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। এবং উদ্ধারকৃত মৃতদেহটি সনাক্ত করে। তবে কি ভাবে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী বিন্দু মাধব সিনহার? কিভাবেই বা ছড়ার জলে এলো তার মৃৎদেহ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।ঘটনার সত্যতা স্বীকার করেছেন কৈলাসহর থানার এসআই কিঙ্কর পাল।
