স্নেহার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই ভোর থেকে নিখোঁজ তাদের মেয়ে। স্নেহা তার মাকে বলেছিল, সে তার বন্ধু পিটুনিয়াকে সরাই রোহিলা রেলওয়ে স্টেশনে সকাল ৬:৪৫ টার ট্রেনে নামিয়ে দিতে যাচ্ছে। মায়ের সাথে স্নেহার শেষ যোগাযোগ হয়েছিল ভোর ৫:৫৬ টায়।

ডেস্ক রিপোর্টার,১৩ জুলাই।।
                 দেশের রাজধানী দিল্লি থেকে নিখোঁজ রাজ্যের মেয়ে। তার নাম স্নেহা দেবনাথ(১৯)। তার বাড়ি রাজ্যের সাব্রুমে। স্নেহা দিল্লির আত্মা রাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী। গত ৭ জুলাই থেকে স্নেহা নিখোঁজ। স্নেহাকে খুঁজে বের করতে দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দিল্লি যে এলাকা থেকে স্নেহা নিখুঁজ হয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়কের সঙ্গে কথা বলেছেন তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর। তবে খবর লেখা পর্যন্ত স্নেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।


মা জানিয়েছেন, সকাল  ৮:৪৫ টায় তিনি স্নেহার মোবাইলে তিনি ফোন করেন।তখন মোবাইলের স্যুইচ অফ ছিলো।

স্নেহার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই ভোর থেকে নিখোঁজ তাদের মেয়ে।
স্নেহা তার মাকে বলেছিল, সে তার বন্ধু পিটুনিয়াকে সরাই রোহিলা রেলওয়ে স্টেশনে সকাল ৬:৪৫ টার ট্রেনে নামিয়ে দিতে যাচ্ছে। মায়ের সাথে স্নেহার
শেষ যোগাযোগ হয়েছিল ভোর ৫:৫৬ টায়।
   মা জানিয়েছেন, সকাল  ৮:৪৫ টায় তিনি স্নেহার মোবাইলে তিনি ফোন করেন।তখন মোবাইলের স্যুইচ অফ ছিলো। এরপর থেকে সম্পূর্ণ ভাবে স্নেহার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ।

পরবর্তীতে তারা স্নেহার বন্ধু পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন পিটুনিয়ার সঙ্গে স্নেহা দেখাই করে নি।

তিনি জানিয়েছেন, পরবর্তীতে তারা স্নেহার বন্ধু পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন পিটুনিয়ার সঙ্গে স্নেহা দেখাই করে নি।এরপর তারা যোগাযোগ করে ক্যাব ড্রাইভারের সঙ্গে। তাদের আশঙ্কা স্নেহা সিগনেচার ব্রিজের উপরে নেমে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না। ক্যামেরা কাজ করলে ব্রিজের উপর থেকে স্নেহা কোথায় গিয়েছে, এই বিষয়টি স্পষ্ট হওয়া যেতো।


কিন্তু কোথায় গেলো রাজ্যের মেয়ে স্নেহা?এখনো ধোঁয়াশায় দিল্লি পুলিশ।

সন্দেহের বশে গত ৯ জুলাই এনডিআরএফ ৭ কিলোমিটার অঞ্চল জুড়ে তল্লাশি চালায় ।কিন্তু স্নেহার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার কাছে কোনও জিনিসপত্র ছিল না। শুধু ছিলো তার মোবাইল ফোন। কিন্তু কোথায় গেলো রাজ্যের মেয়ে স্নেহা? উদ্বিগ্ন তার গোটা পরিবার।এখনো ধোঁয়াশায় দিল্লি পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *