ডেস্ক রিপোর্টার ,১৯ আগস্ট।।
আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম জন্ম দিন ছিলো মঙ্গলবার।এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে শ্রদ্ধা জানিয়ে শহরের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নানান দূরদর্শী চিন্তা ভাবনার কথা তুলে ধরেন তাঁর বক্তব্যে।
