ডেস্ক রিপোর্টার,১৯ আগস্ট।
পুলিশের চক্রব্যূহ ভেদ করে রাজধানীতে প্রতি রাত্রেই ঘটছে অপরাধ। নিশি কুটুম্বরা ধারাবাহিক ভাবে করছে হাত সাফাই। সক্রিয় বাইক লিফটাররা। আর মাদক কারবারিরা ব্যবসা করছে নিজস্ব ছন্দে।তারমধ্যে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাচ্ছে পুলিশ। তবে এটা তাদের ডিউটি। ফুলিয়ে ফাঁপিয়ে বলার কিছু নেই। এই পরিস্থিতিতে সোমবার রাতে রাজধানীর পুলিশ শহরের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে চার চোরকে গ্রেফতার করে।তাদের কাছ থেকে উদ্ধার করে তিনটি চুরি যাওয়া মোটর বাইক ও স্বর্ণালংকার।জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
