ডেস্ক রিপোর্টার, ৯ অক্টোবর।।
“ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব। তাদের কিছু নেই। শিলিগুড়ির ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপির কর্মীরা তৃণমূল ভবনের সাইনবোর্ড ছিঁড়েছে।”– বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীর নেতাদের রাজ্যে আগমন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, তারা এসেছে পরিস্থিতি ঘোলাটে করতে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো ভোট নেই।প্রতিটি নির্বাচনে তারা মাইনাসের দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বের বাংলা কোন পথে যাচ্ছে? সেটা গোটা দেশ জানে। বাংলাতে প্রতিদিন বিজেপির নেতা – কর্মীরা আক্রান্ত হচ্ছে।দেখে দেখে খুন করা হচ্ছে।বিরোধীদের কন্ঠ রোধ করে রেখেছে তৃণমূল।
গোটা বাংলা জুড়ে চলতে থাকা অরাজকতার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লোকজনকে আগরতলায় পাঠিয়েছে। মমতার দূতরা এখানে এসে হল্লা করতে পারে। বাস্তব অর্থে কিছুই হবে না। তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরের দরজা খোলার মতো কোনো লোক নেই। তারা রাজ্যে আসে করবেই বা কি?
