ডেস্ক রিপোর্টার,২৯ জুলাই।।
এখন শ্রাবণ মাস। এই মাসের প্রতি সোমবারে ভক্তরা মহাদেবের আরাধনায় মেতে থাকেন। তারপরেই আসছে মানসা পূজা। তাই মূর্তি পাড়ায় চলছে মনসা মূর্তি তৈরির ধুম। পাশাপাশি দুর্গা প্রতিমাও তৈরি করছে শিল্পীরা। তার আগে অবশ্যই আছে গনেশ পূজা।রাজধানীর বিভিন্ন মূর্তি পাড়াতে এখন মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মূর্তি প্রস্তুত করতে। সব মিলিয়ে শহরের মূর্তি পাড়াতে এখন পূজো পূজো গন্ধ।
এবছর সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে শারদ উৎসব। তাই শহরের বিভিন্ন শপিংমল সহ জামা – কাপড়ের দোকান গুলিতে ধীরে ধীরে বাড়ছে ভিড়।
