ডেস্ক রিপোর্টার, ১০ জুলাই।।
আইজিএম ও ডেন্টাল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার ডেন্টাল কলেজের প্রশাসনিক কর্তা সহ ফ্যাকাল্টি ও চিকিৎসকদের সঙ্গে তিনি এই বৈঠক করেছেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি ডেন্টাল কলেজ একটি ড্রিম প্রজেক্ট। এখানে ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি চিকিৎসাও হয়। তাই ডেন্টাল কলেজের সমস্ত রকমের কাজকর্ম খতিয়ে দেখতেই এই বৈঠক। কলেজের হোস্টেলগুলির কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।তাছাড়া আইজিএম হাসপাতালের বিভিন্ন বিষয়েও তিনি খোঁজ খবর করেন।এদিন মুখ্যমন্ত্রীর সংগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক তপন মজুমদার সহ অন্যান্যরা।
