ডেস্ক রিপোর্টার, ১৫ জুলাই।।
পাপিয়াছড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিধায়ক ভগবান দাস। খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন পাবিয়াছড়া বাজারে।সেখানকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের করেন আর্থিক সাহায্য। পাপিয়াছড়া বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, যে সমস্ত দোকানে জিনিসপত্র বেশি নষ্ট হয়েছে, তাদেরকে ২০ হাজার টাকা করে দিয়েছেন। দোকান ভিটের মালিকদের দিয়েছেন ১০ হাজার টাকা করে। এবং যে সকল ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কম তাদেরকে দিয়েছেন ৫ হাজার টাকা করে।

পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান দাসের এই মানবিক মুখ প্রশংসার দাবি রাখে। ভগবান দাস তাঁর নিজের বেতন থেকে এই টাকা দিয়েছেন। ভগবান বিভিন্ন সময়েই অসহায় লোকজনের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান পাবিয়াছড়ার লোকজন।সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থ লোকজনের কাছে ভগবান দাস যেন হয়ে উঠলেন ‘চাক্ষুষ’ ভগবান।।।