#Tripura ।Bishalgarh। Book Publisher।Janatar Mashal ।
প্রকাশনীর এই সাফল্যের পেছনে রয়েছে একজন মহিলার ক্লান্তিহীন পরিশ্রম । তাঁর নাম পূর্ণিমা সেনগুপ্ত। দেরিতে হলেও পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্তকে পেয়েছেন তাঁর যোগ্য সম্মান।

বর্তমানে এই প্রকাশনীর ঝুলিতে রয়েছে শতাধিক বই। গল্প, কবিতা,প্রবন্ধ, অপরাধ, সংবাদ পত্র বিষয়ক, গবেষণা মূলক ভিন্ন ভিন্ন স্বাদের বই। পূর্নিমা প্রকাশনীর বই গুলি রাজ্য, দেশ – বিদেশে সুনাম অর্জন কুড়িয়েছে।
ডেস্ক রিপোর্টার, ১২ সেপ্টেম্বর।।
প্রকাশনী ব্যবসা একটা শিল্প। এই শিল্পের শিল্পীদের জন্যই বই পিপাসু মানুষ নতুন মলাটের গন্ধ পায়।রাজ্যের প্রকাশনার জগতে উজ্জ্বল নাম বিশালগড়ের “পূর্ণিমা প্রকাশনী”। বর্তমানে এই প্রকাশনীর ঝুলিতে রয়েছে শতাধিক বই। গল্প, কবিতা,প্রবন্ধ, অপরাধ, সংবাদ পত্র বিষয়ক, গবেষণা মূলক ভিন্ন ভিন্ন স্বাদের বই। পূর্নিমা প্রকাশনীর বই গুলি রাজ্য, দেশ – বিদেশে সুনাম অর্জন কুড়িয়েছে।

প্রকাশনীর এই সাফল্যের পেছনে রয়েছে একজন মহিলার ক্লান্তিহীন পরিশ্রম । তাঁর নাম পূর্ণিমা সেনগুপ্ত। দেরিতে হলেও পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্ত পেয়েছেন তাঁর যোগ্য সম্মান।

এই পত্রিকা প্রতি বছর সমাজের বিভিন্ন অংশের সফল লোকজনকে তাদের সাফল্যের জন্য সন্মান জানিয়ে থাকে। এবার বার্তা পত্রিকা প্রকাশনার জগতে রাজ্যের সফল সংস্থা পূর্ণিমা প্রকাশনীকে সন্মাননা জানিয়েছে।

পত্রিকার সম্পাদক নিজে এসেই পূর্ণিমার হাতে পুরষ্কার ও মানপত্র তুলে দিয়েছেন। নিঃসন্দেহে এটা প্রকাশক পূর্ণিমা সেনগুপ্তের জন্য বড় প্রাপ্তি।

মঙ্গলবার বার্তা বাহক পত্রিকার সম্পাদক জীবন ভট্টাচার্য কলকাতা থেকে আগরতলায় এসে বিশালগড় অফিসটিলাস্থিত পূর্ণিমা প্রকাশনীর অফিসে গিয়ে পুরষ্কার তুলে দেন পূর্ণিমা সেনগুপ্তের হাতে।গত ১৫ আগস্ট কলকাতার কল্যানীতে বার্তা বাহক পুরস্কারের মূল অনুষ্ঠান হয়েছিলো।সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি পূর্নিমা প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্ত।তাই পত্রিকার সম্পাদক নিজে এসেই পূর্ণিমার হাতে পুরষ্কার ও মানপত্র তুলে দিয়েছেন। নিঃসন্দেহে এটা প্রকাশক পূর্ণিমা সেনগুপ্তের জন্য বড় প্রাপ্তি।