চুরাইবাড়ি ২৬ জুলাই।।

                  সিপিএম উত্তর জেলার  কদমতলা-কুর্তি বিধানসভার অন্তর্গত রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা ও বাজার সভা অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল চার ঘটিকায় পদযাত্রাটি শুরু হয় রাজনগর বাজার থেকে এবং সমাপ্ত হয় পিয়ারাছড়া বাজারে এক বাজার সভার মাধ্যমে। এদিন  তাদের এই পাঁচ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত পূর্ত  দপ্তরের বেহাল সড়কটি দ্রুত সংস্কার করা, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিল করা। তাছাড়া কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গেরপার পঞ্চায়েতে প্রধান, উপপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও সরকারিভাবে কোন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না।

ফলে প্রশাসনিক বিভিন্ন কাজগুলো শীঘ্রই চালু করা, এবং কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে,তা দ্রুত সংস্কার করে গ্রামীণ মানুষদের যাতায়াতের সুব্যবস্থা করা, দীর্ঘদিন থেকে বন্ধ থাকা রেগার কাজ  চালু করা, ইত্যাদি দাবি গুলো নিয়েই ছিল তাদের এদিনকার এই পদযাত্রা কর্মসূচির আয়োজন। এতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য জহরুল হক, মহকুমা সম্পাদক রতন রায়, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা। এদিন পদযাত্রা শেষে পিয়ারাছড়া বাজারে উক্ত সার্বিক বিষয়ের উপর এক বাজার সভাও অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *