কৈলাসহর ডেস্ক, ৪ ডিসেম্বর।।
নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের নাম আদির আলী। তার বাড়ি কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা। বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং এই মামলার রায় ঘোষণা করেন।
ঘটনা ২০২২ সালের ২৫ অক্টোবর দুপুরে ।
অভিযোগ, এদিন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার বাসিন্দা আরিদ আলী ও তার সঙ্গে থাকা আরো কয়েকজন যুবক নাবালিকাকে রাস্তায় থেকে বাইকে করে বল পূর্বক তুলে নিয়ে যায়। নাবালিকাকে চন্ডিপুর গকুলপুর চা বাগানে নিয়ে ধর্ষণ করে। পরের দিন পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে। এবং গ্রেফতার করে আরদি আলীকে। এরপর পুলিশ মামলার তদন্ত করে আদালতে জমা করে চার্জশিট। শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পর আদালত আরদি আলীকে দোষী সাব্যস্ত করে এই মামলার রায় ঘোষণা করে। জানিয়েছেন সরকারী আইনজীবী সুনির্মল দেব।

