বিরোধী দলনেতা  জীতেন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মৎস্যজীবীরা রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের ন্যায্য দাবিগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তিনি মৎস্যজীবী সমাজের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।

তেলিয়ামুড়া ডেস্ক,২০ ডিসেম্বর।।
      শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গনে সিপিআইএম ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন  অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে এদিন একটি বিশাল প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় স্থানীয় টাউন প্রাঙ্গনে।
সম্মেলনের আগে ইউনিয়নের পক্ষ থেকে একটি সুসংগঠিত মিছিল বের করা হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয় প্রাঙ্গণ থেকে। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে টাউন হল প্রাঙ্গনে এসে সমবেত হয়। মিছিলে মৎস্যজীবী সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন এবং তাঁদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার আদায়ের পক্ষে স্লোগান দেন।
টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব  জীতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী  রতন ভৌমিক,  সুধন দাস  সহ ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়ের বর্তমান সমস্যা, জীবিকা সংকট, জলাশয় রক্ষা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং সরকারিভাবে প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিগুলি তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন যে বর্তমান সময়ে মৎস্যজীবী সমাজ নানা ধরনের অবহেলার শিকার হচ্ছে এবং তাদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে।

বিরোধী দলনেতা  জীতেন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মৎস্যজীবীরা রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাঁদের ন্যায্য দাবিগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তিনি মৎস্যজীবী সমাজের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *