ডেস্ক রিপোর্টার, ২৪ ডিসেম্বর।।
           খোয়াই বাস সিন্ডিকেটের নেতার অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন রাধানগর বাসস্ট্যান্ডের কর্মকর্তারা। এর ফলে আগরতলার রাধানগর থেকে খোয়াই – কমলপুর – কৈলাসহরে বাস চলাচল বন্ধ। সমস্যা পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের।
     রাধানগর বাস  ওনার্স সিন্ডিকেটের সম্পাদক সুবীর দেবের বক্তব্য, কমলপুর থেকে খোয়াইগামী আগরতলার বাসগুলি খোয়াই বাস স্ট্যান্ডে আসলে নয় মিনিট দাঁড়াবে। এই সময়ের মধ্যে যাত্রীরা উঠানামা করবে। কিন্তু গত কয়েকদিন ধরে খোয়াই বাস সিন্ডিকেটের সম্পাদকের নির্দেশে রাধানগর স্ট্যান্ড থেকে যাওয়া বাস গুলিকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। বাস গুলি খোয়াই এলে মাত্র পাঁচ মিনিট দাঁড়ানোর সময় দেয়। কিন্তু শেষ দুই দিন ধরে রাধানগরের বাসগুলি খোয়াই যাওয়ার পর যাত্রীদের নামিয়ে দিয়ে খালি বাস আগরতলায় পাঠিয়ে দেয়।
       রাধানগর বাস সিন্ডিকেটের নেতার দাবী, এই ঘটনার প্রতিবাদে তারাও আগরতলা – খোয়াই – কমলপুর – কৈলাসহর রুটে অনির্দিষ্ট  কালের জন্য বন্ধ রেখেছে বাস চলাচল।
    


রাধানগর ও খোয়াই বাস সিন্ডিকেটের এই জট কবে খুলবে? তা বলা দুষ্কর। তার জন্য অবশ্যই রোজ সমস্যা পোহাতে হবে সাধারণ যাত্রীদের। কি করছে রাজ্যের পরিবহন দপ্তর? দপ্তরের উচিত দ্রুত সমস্যার সমাধান করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *