তেলিয়ামুড়া ডেস্ক ,১১ এপ্রিল।। 

                    ব্যক্তিগত কৃষি জমি নিয়ে ঝামেলার জেরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা! পরবর্তীতে মন্ত্রীর আশ্বাস মূলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। মহারানীপুর এলাকার কৃষিজীবী পরিবারগুলি এই সড়ক অবরোধ করে বসে। মুহূর্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও, প্রশাসনও জনপ্রতিনিধিদের সক্রিয় হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। 

                 খবর অনুযায়ী, তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিলেন। অভিযোগ, সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে ৫০০০ টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন।

।।জাতীয় সড়কের কৃষকরা। ছবি -( নিজস্ব)

অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশীষ চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে সরাসরি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন । মন্ত্রী সবার অভিযোগ মনোযোগ সহকারে শোনার পর আশ্বাস দেন,  সমস্যাগুলি নিরসনের জন্য প্রয়োজনে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

                          মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের  পর অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এর ফলে জাতীয় সড়কে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়। 

#Tripura #Teliamura #krishnapur #farmer#JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *