ডেস্ক রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি।।
                “শহরের লেক চৌমুহনি বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে রাজনীতি করছে সিপিআইএম। এটা ঠিক নয়।উন্নয়নের স্বার্থেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান করেছে আগরতলা পুর নিগম।”- বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেছেন তিনি। গত দুইদিন ধরে লেক চৌমুহনি বাজারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএম।তাদের বক্তব্য, অনৈতিক ভাবে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে দিয়েছে পুর নিগম।তাতে লাথি পড়েছে গরীব মানুষের পেটে। এই ইস্যুতে সরাসরি মাঠে নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেও।
                 লেক চৌমুহনি বাজার উচ্ছেদ অভিযান ইস্যুতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের বক্তব্য, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কিছু ব্যবসায়ী ব্যবসা করছিল।তাদের কাছে নেই কোনো বৈধ কাগজ – পত্র। এই সমস্ত ব্যবসায়ীদের কয়েকবার করে নোটিশ দেওয়া হয়েছিল জায়গা ছাড়ার জন্য।কিন্তু তারা উঠে নি।বিভিন্ন জায়গা থেকে লোকজনকে টাকার বিনিময়ে এই সব জায়গাতে বসিয়ে দেওয়া হয়েছিলো।তাই বাজারের উন্নয়নের স্বার্থে নিগম অবৈধ দখলদারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।
                  তবে  আগরতলা পুর নিগম কোনো ব্যবসায়ীকে নিরাশ করবে না।যাদের তৌজি আছে তাদেরকেও ঘর দেওয়া হবে।আর যাদের নেই তাদেরকেও দেওয়া হবে।তারা যেন আগামী দিনে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। মেয়র দীপক মজুমদারের কথায়, বাম জামানায় খাটা খালের উপর স্থায়ী কনস্ট্রাকশন করে নিয়েছিলো লোকজন। তখন কেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাধা দেন নি। মেয়রের বক্তব্য, বিজেপি সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে।গরিবের পেটে লাথি দেওয়ার জন্য নয়।বরং গরিবের পেটে ভাত দেওয়ার জন্য।
               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *