ডেস্ক রিপোর্টার,২৬ নভেম্বর।।
র্যাগিংয়ে অভিযুক্ত এবিভিপি নেতাকে ডেকে আনা কেন্দ্র করে এমবিবি কলেজে লঙ্কাকাণ্ড। এবিভিপির বিক্ষুব্ধ ছাত্ররা তালা ঝুলিয়ে দিলো অধ্যক্ষের রুমে। এবং ছাত্ররা ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ।শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখে কলেজে ছুটে যেতে হয় পুলিশকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এমবিবি কলেজের এবিভিপি ইউনিটের সভাপতির বিরুদ্ধে উঠেছে র্যাগিংয়ের অভিযোগ। কলেজের অধ্যক্ষ তাকে ডেকে আনেন অভিযোগের ভিত্তিতে। এরপরেই তপ্ত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।এবিভিপির ছাত্ররা অধ্যক্ষের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। অভিযুক্ত ছাত্রের বক্তব্য, সে কাউকে র্যাগিং করে নি। কিন্তু অধ্যক্ষ বলছেন তার বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। কে অভিযোগ করেছে, তাও নাকি অধ্যক্ষ স্পষ্ট করে বলছেন না।
অভিযুক্ত ছাত্রের বক্তব্য, কলেজের বিরোধী গোষ্ঠী এসএফআইও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই অধ্যক্ষ বিষয়টি স্পষ্ট না করার প্রতিবাদে সরব হয়েছে তারা। এই ইস্যু কেন্দ্র করে মঙ্গলবার সরগরম হয়ে উঠে কলেজ চত্বর।এবিভিপির ছাত্ররা অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে স্লোগান দিতে থাকে। এক সময় তারা বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। ছাত্রদের দাবি থাকতেই পারে। গনতান্ত্রিক পদ্ধতিতে করবে প্রতিবাদ। এটা স্বাভাবিক। কিন্তু কলেজের অধ্যক্ষের রুমে তালা ঝুলানো সহ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া, ছাত্র সুলভ কাজ নয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

