ডেস্ক রিপোর্টার, ২৬ মার্চ।।
” রাজ্য বিধানসভার ঐতিহ্যকে কলঙ্কিত করেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্কময় দিন আর নেই। রাজ্যের মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্র রচনা হয়েছে বিধানসভার অভ্যন্তরে।”- বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন তিনি।
জিতেন্দ্র চৌধুরী বলেন, জাত ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই তপ্ত বিধানসভা। বিরোধীদের। কোনো কথাই বলতে দেয় নি শাসক পক্ষ। শেষ পর্যন্ত মঙ্গলবার জিতেন্দ্র চৌধুরী প্রিভিলেজ মোশন জমা করে সব নিয়ম মেনেই। এরপরে শাসক দল বিপদ বুঝে মাঠে নামে।এবং গভীর রাত পর্যন্ত বিধানসভার অফিস খুলে সব প্রয়োজনীয় ভিডিও ফুটেজ লোপাট করে দেয়।
বুধবার বিধানসভা অধিবেশন শুরু থেকেই অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন নিরপেক্ষ না থেকে ট্রেজারি বেঞ্চের পক্ষ নেন।তিনি বিরোধীদের কোনো কথাই শুনেন না। বিধানসভার ভিতরের গনতান্ত্রিক পরিবেশও বিষিয়ে উঠে। এরপর বিরোধী দল বাধ্য হয়ে অধিবেশন ওয়াক আউট করে।
সাংবাদিক বৈঠক করে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিধানসভার বাইরে বিরোধীদের উপর তো নির্যাতন চলছেই।বিধানসভার ভিতরেও টুটি চেপে ধরা হচ্ছে। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, এই ধরনের ঘটনা নতুন নয়।২৩- র নির্বাচনের পর জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে শপথ নিয়েছেন। তার শপথ গ্রহণের দুই সপ্তাহের অধিক সময় পর দেওয়া হয়েছে বিরোধী দলনেতার “অ্যাপয়েন্টমেন্ট”। শুধু তাই নয়, জিতেন্দ্র ‘ র অভিযোগ, বিরোধী দলনেতা হিসাবে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছিল।কিন্তু কয়েকদিন পর সেই গাড়ি তুলে নেওয়া হয়।পরিবর্তে একটি পুরানো গাড়ি দেওয়া হয়।অফিসের কাজকর্ম চালানোর জন্য তাকে দেওয়া হয় না পর্যাপ্ত ষ্টেশনারী।
#Tripura #Politics #Assembly #Bjp #Cpim #jm