খোয়াই ডেস্ক, ৭ অক্টোবর।।
খোয়াই সুভাষ পার্কে সিপিআইএমের পার্টি অফিসের ভাঙচুরের প্রতিবাদে বামেদের বিক্ষোভ মিছিল। মঙ্গলবার গোটা খোয়াই শহর চক্কর কাটে বামেদের মিছিল। ঘটনা গত ৫ অক্টোবর রাতে। বাম নেতৃত্বের অভিযোগ, বিজেপির দিকে। এই ঘটনা কেন্দ্র করে খোয়াই জুড়ে বিরাজ করছে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত বাম নেতৃত্বের কথায়, গত ৫ অক্টোবর রাতের অন্ধকারে বিজেপি নামধারী দুষ্কৃতীরা খোয়াই সিপিআইএম পার্টি অফিসে হামলা চালায়। দুষ্কৃতীরা সিপিআইএম পার্টি অফিসে দরজা – জানালা ভাঙচুর করে। চেষ্টা করে দরজা খোলার। কিন্তু তারা ব্যর্থ হয়।
সিপিআইএম নেতাদের ভাষায়, মানুষ বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাই দিন দিন বামেদের সংগঠন আরো মজবুত হচ্ছে। মানুষের ভিড় বাড়ছে সিপিআইএম পার্টি অফিস গুলিতে। এটা মেনে নিতে পারছে না বিজেপি নেতৃত্ব। তাই ভয় থেকেই সিপিআইএমের অফিসে হামলা করেছে বিজেপির দুষ্কৃতীরা।
অবশ্যই বাম নেতাদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।তাদের বক্তব্য, এই ঘটনার মধ্য দিয়ে সিপিআইএমের অন্তর্কোন্দলের বহিঃ প্রকাশ ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খোয়াই বরাবর বাম রাজনীতির আতুর ঘর। ২০১৮ ও ২০২৩ পর পর দুইটি নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে এই কেন্দ্র থেকে। খোয়াইয়ে বিজেপি রাজনৈতিক সন্ত্রাস করলে আখেরে লাভ হবে সিপিআইএমেরই।
