ডেস্ক রিপোর্টার, ২১ অক্টোবর।।
রাজ্যে দিন দিন বাড়ছে নারী নির্যাতন। নির্যাতিতা নারীরা পাচ্ছেন না উপযুক্ত বিচার। নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। নির্যাতিতাদের বিজেপির মণ্ডলে অফিসে বসিয়ে করা হচ্ছে বিচার। আর সুযোগে পাড় পেয়ে যাচ্ছে অভিযুক্তরা। নাম নারী নেত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্ত ঘটনা ঘটছে রাজ্যে। তাই প্রতিবাদে সরব হয়েছেন তারা।মঙ্গলবার এই সমস্ত ইস্যু নিয়ে পুলিশ মহানির্দেশকের কাছে সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শুনুন কি বলছেন, ডেপুটেশন দিতে আসা বাম নারী নেত্রীরা।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিতরা থানায় এসেও বিচার পায় নি। এই সংক্রান্ত অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই কারণেই সরব হয়েছে বাম নারী নেত্রীরা।
