ডেস্ক রিপোর্টার,৫ আগস্ট ।।
তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোরকে ফের তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি প্রদ্যুৎ কিশোরের উদ্দেশ্যে বলেন, মথার প্রধান বিজেপির সঙ্গে আরজে বিছানায় ঘুমাচ্ছেন, এক থালে খাচ্ছেন, এক প্লেনে ঘুরছেন। তারপরও লোক দেখানোর বিরোধিতা করছেন। কিন্তু বিজেপির সঙ্গে থাকা বিছানা ত্যাগ করতে পারছেন না। মঙ্গলবার মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য সদর দপ্তরে মুজজফর আহমেদের ১৩৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে একথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
বাঙালি ও বাংলা ভাষা প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন দেশের উন্নত জাতি গুলির মধ্যে বাঙালি অন্যতম। এই বাংলা ভাষাতে রয়েছে জাতীয় সংগীত। দেশের ১৪৪ কোটি মানুষ এই ভাষায় জাতীয় সংগীত উচ্চারণ করেন ।অথচ বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে আখ্যায়িত করছে বিজেপি সরকার। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান বলেছেন বাংলা বলে কোনো ভাষাই নেই।
জিতেন্দ্র চৌধুরী বিজেপি ও তিপ্রামথাকে আক্রমণ করে বলেন, রাজ্যের দুই সম্প্রদায়ের মধ্যে মথাকে দিয়ে বিজেপি সংঘাত করাতে চাইছে। এটা মানুষ মেনে নেবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারণেই রাজ্যেও ঘটছে অবৈধ অনুপ্রবেশ। দাবী জিতেন্দ্রর।
সিপিএম রাজ্য সম্পাদক তার বক্তব্যে আপাদমস্তক বিজেপি ও প্রদ্যুৎ কিশোরকে তুলোধুনো করেন। বাঙালি ইস্যুতে সুর চরিয়েছেন জিতেন। রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর তাদের কালো বিড়াল তিপ্রা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর।
