ডেস্ক রিপোর্টার, ৩০ জুন।।
দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুত কিশোর দেববর্মণ। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে হয়ে তিনি জগদীপ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোর্নাড সাংমা। প্রদ্যুৎ নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। রাজনীতিকদের বক্তব্য, উপরাষ্ট্রপতির সঙ্গে প্রদ্যুৎ কিশোরের সাক্ষাৎ পর্ব রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ।
প্রদ্যুৎ দাবী করেছেন, উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পর্বে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।পাশাপাশি মেঘালয়ের বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্নাড সাংমা।