ডেস্ক রিপোর্টার,২৩ মার্চ।।
অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করলো তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে টিএসএফ নেতৃত্ব। এই বৈঠকেই জাতীয় সড়ক বনধের সিদ্ধান্ত প্রত্যাহার করে টিএসএফ। তারা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, সোমবার থেকে তারা থাকবেন না আন্দোলনের মাঠে।মুখ্যমন্ত্রী টিএসএফ নেতৃত্বকে আশ্বস্ত করেন বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা হবে। রাস্তা খুঁজে বের করতে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সরকার। টিএসএফ নেতৃত্ব জানিয়েছেন, এক ত্রিপুরা ও বিকশিত ত্রিপুরা গড়তে চাইছে তারাও।সরকারের পাশে থেকে কাজ করবে তারা। পরিশেষে বলা যায়, মুখ্যমন্ত্রীর নিজে উদ্যোগ নিয়েই টিএসএফ নেতৃত্বের সঙ্গে কথা বলে বনধ প্রত্যাহারের ব্যবস্থা করেছেন।