ডেস্ক রিপোর্টার,২৫ নভেম্বর।।
আগামী দিনে রাজ্যে আর বিদ্যুৎ পাওয়া যাবে না। ফুরিয়ে যাচ্ছে মাটির তলের গ্যাস। বক্তা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।মঙ্গলবার বক্সনগর রুকিয়া ১২০ মেগাওয়াট থার্মাল প্রজেক্টের ভিত্তি প্রস্তরের ভূমি পুজন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মন্ত্রী রতন লাল নাথ বলেন বিভিন্ন জায়গাতে দিনের পর দিন কমছে বিদ্যুৎ উৎপাদন। আগে মনারচকে বিদ্যুৎ উৎপাদন হতো ১০১ মেগা ওয়াট।এখন বিদ্যুৎ উৎপাদন হয় মাত্র ৬০ মেগা ওয়াট। একই অবস্থায় পালাটানাতে। আগে বিদ্যুৎ উৎপাদন হতো ৭২৬ মেগা ওয়াট। এখন উৎপাদন হয় ৫২০ মেগা ওয়াট। রামচন্দ্র নগরে আগে বিদ্যুৎ উৎপাদন হতো ১৩৫ মেগা ওয়াট।এখন মাত্র ৮০ মেগা ওয়াট।
বিদ্যুৎ মন্ত্রীর যুক্তি, মাটির নিচে গ্যাসের স্বল্পতার কারনে কমছে বিদ্যুৎ উৎপাদন। তাই বিদ্যুৎকে অপচয় না করে সঠিক ভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

