ডেস্ক রিপোর্টার, ৮ জানুয়ারি।।
           ঠিকাদারের কাছ থেকে চাহিদা অনুযায়ী কমিশন না পাওয়াতে নির্মীয়মান পাকা ড্রেন ভেঙে দিলো দুষ্কৃতীরা। ঘটনা রাজ্যের কোনো অজ পাড়াতে নয়, খোদ স্মার্ট সিটির ধলেশ্বর ৭ নম্বর রোডে। মঙ্গলবার রাতের আঁধারে দুষ্কৃতীরা তাদের অপরেশন সম্পূর্ণ করে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন।
          দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকায় একটি পাকা ড্রেন সমেত রাস্তার দাবী করে আসছিলেন বাসিন্দারা। সে মোতাবেক আগরতলা পুর নিগম এই এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণের টেন্ডার দাখিল করে। নিয়ম অনুযায়ী একজন ঠিকাদার সেই টেন্ডারের বরাত পায়। শুরু হয় নির্মাণ কাজ। তাতে বাদে বিপত্তি।অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরা ঠিকাদারের কাজে মোটা অঙ্কের কমিশন দাবী করে। ঠিকাদার দিতে অসম্মতি প্রকাশ করতেই নির্মাণ শ্রমিকদের কাজ করতে বাধা দেয় দুষ্কৃতীরা। ফলে ভয়ে কাজ না করে চলে যান। পুনরায় কাজ শুরু হলেও সমস্যা সৃষ্টি করে দুষ্কৃতীরা। এবার কমিশন না পেয়ে ড্রেন ভেঙে দেয়।
এলাকার প্রবীণ নাগরিকেও মুখেও একই বক্তব্য। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই দুষ্কৃতীরা রাস্তাটি ভেঙে দিয়েছে।
     প্রশ্ন হচ্ছে, দুষ্কৃতীদের হুমকির মুখে কিভাবে কাজ করবে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা। কোনো দুষ্কৃতীরা নির্মাণ কাজে বাধা দিচ্ছে? তাদের সনাক্ত করবে কে? তাদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে? কারণ এই সমস্ত দুষ্কৃতীরা হচ্ছে উন্নয়নের শত্রু। আর  সরকার চাইছে গোটা রাজ্যে উন্নয়নের যজ্ঞ করতে। এই ঘটনার একটা বিহিত চাইছেন শহরের ধলেশ্বর ৭ নম্বর রোডের বাসিন্দারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *