ডেস্ক রিপোর্টার,১৭ সেপ্টেম্বর।।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ তম জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ নিয়েছে শহরের ৬ আগরতলা মন্ডল। আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে নরেন্দ্র মোদীর জন্মদিনে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পূজন করা হয়েছে কুমারী মায়েদের। প্রধানমন্ত্রী জন্মদিনে অনুষ্ঠিত আগরতলা বিধানসভা কেন্দ্রের অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে এক নতুনত্বের ছোঁয়া এনেছে ৬ আগরতলা মন্ডল। যজ্ঞ ও কুমারী মায়েদের পূজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে জন্মদিন পালন করা হয়েছে। এই দিনটিকে সেবা পাক্ষিক দিবস হিসেবে পালন করে আগামী পক্ষ কাল নানান কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। তার মধ্যে রক্তদান, স্বচ্ছতা অভিযান সহ আরো নানান সামাজিক কাজ করবে ভাজপার নেতা-কর্মীরা।

৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও নেত্রী পাপিয়া দত্ত, কর্পোরেট গৌতম চন্দ সহ মন্ডল নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ও তাঁর মায়ের একটি বাঁধানো ছবি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছেন পাপিয়া দত্ত।