ডেস্ক রিপোর্টার, ৩জুলাই।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোমর বেঁধে প্রচারে নেমেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব বাড়ি বাড়ি প্রচারে গিয়ে করছে লিফলেট বিলি। গোটা রাজ্য জুড়েই কংগ্রেস মোদী বিরোধী প্রচার শুরু করেছে।বৃহস্পতিবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নির্বাচনী ক্ষেত্র ৬- আগরতলার বিটারবনে লিফলেট বিলি করা হয়। মোদী বিরোধী এই প্রচারে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি নিজ হাতেই বিলি করেন লিফলেট।

সুদীপ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাতে নিজের কথাই বলেন দীর্ঘ ১১ বছর ধরে। কিন্তু তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে স্থান পায় না সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা।দেশের মধ্যে সাধারণ মানুষ অব্যক্ত যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে। দেশ জুড়ে গনতন্ত্রের কন্ঠ রোধ করে রেখেছেন প্রধানমন্ত্রী। ভয়ে কেউ মুখ খোলার সাহস করছে না।প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সাধারণ মানুষের নাভি শ্বাস উঠছে। কিন্তু তারপরও প্রধান মন্ত্রীর মুখে নেই সাধারণ মানুষের যন্ত্রণার কথা। তিনি দেশের গরীব মানুষকে নিয়ে চিন্তাই করতে পারেন না। অথচ তিনি ব্যস্ত থাকেন কর্পোরেট ও পুঁজিবাদীদের স্বার্থ নিয়ে।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মোদী বিরোধী প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। সাধারন মানুষকে পাশে পাচ্ছেন। কংগ্রেসের মোদী বিরোধী প্রচারকে যুক্তি সঙ্গত বলেই মনে করছে সাধারন মানুষ। সুদীপ রায় বর্মনের ব্যাখ্যা, সাধারণ মানুষ বিজেপির পাশে নেই। সুযোগ পেলেই তারা বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে।