তেলিয়ামুড়া ডেস্ক, ২৬এপ্রিল।।
কাশ্মীরে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদে তেলিয়ামুড়াতে সরব ব্লক কংগ্রেস।তেলিয়ামুড়া শহরের প্রাণ কেন্দ্র অম্পি চৌমুহনীতে ব্লক কংগ্রেসের উদ্যোগে নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট কংগ্রেস নেতা প্রেমাংশু রায়, ব্লক যুব কংগ্রেস সভাপতি বান্টি পাল সব প্রমূখরা উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে গোটা রাজ্য সহ দেশের সমস্ত প্রান্তে কাশ্মীরে সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ হচ্ছে।।
Tripura #Teliamura #pahelgram #cong #JM