কৈলাসহর ডেস্ক, ৩১ অক্টোবর।।
কৈলাসহর ফরেস্ট অফিস রোড সংলগ্ন একটি মৃৎশিল্পালয়ে থাকা নারায়ণের মূর্তির মাথা ভেঙ্গে ফেলে দুষ্কৃতীরা। ঘটনা বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে মূর্তির মৃৎশিল্পালয়ে মালিক দোকানে আসে এই ঘটনা দেখতে পান। কি কারণে এই ঘটনা? বুঝতে পারছেন না মূর্তির দোকানের মালিক। এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। মূর্তির দোকানের মালিকের বক্তব্য,” শুক্রবার নারায়ন মূর্তিটি খদ্দেরের হাতে তুলে দেওয়ার কথা ছিলো। তার আগেই ভেঙে দেওয়া হয় মূর্তির মাথা।
স্থানীয় লোকজনের বক্তব্য, সম্প্রতি গোটা কৈলাসহরে আইন – শৃঙ্খলা লাটে উঠেছে। প্রায় প্রতিদিন ঘটছে অপরাধ সংক্রান্ত ঘটনা। নারায়ন মূর্তির মাথা ভেঙে দেওয়ার পেছনে দুষ্কৃতীদের বড় উদ্দেশ্য রয়েছে । তবে সাধারণ মানুষের তাতে বেশি আমল দেয় নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি।

