ডেস্ক রিপোর্টার,২৪ আগষ্ট।।
       অতি বৃষ্টির ফলে আসাম-আগরতলা জাতীয় সড়কের কাজ শেষ হবার এক বছর যেতে না যেতেই ফেটে চৌচির। বর্তমানে ৪৭ মাইল এলাকার জাতীয় সড়ক মাঝ পথে ভেঙ্গে চৌচির। ফলে এই রুটে পুরোপুরি ভাবে বন্ধ যান চলাচল।স্বাভাবিক ভাবেই রাজ্যের একমাত্র লাইফ লাইন ভেঙ্গে যাওয়াতে সমস্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

।।বিজ্ঞাপন।।

এই ঘটনার সংবাদ সামনে আসার পর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দৌড়ঝাপ শুরু হয়।  রীতিমতো প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপাতত এই রাস্তা বন্ধ থাকবে।

।।বিজ্ঞাপন।।

রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার যানবাহন।অসহায় চালকরা।  জাতীয় সড়কে আটকে পড়েছে বহু যাত্রী।তাদের মাথায়ও এখন ভেঙ্গে পড়েছে আকাশ। তারাও দিশা হীন।
 

।।জাতীয় সড়কে দাঁড়িয়ে আছে লরি।।

স্থানীয় লোকজনের বক্তব্য,জাতীয় সড়কের ৪৭ মাইলের মহাদেব বাড়িতে সড়ক বসে গেলেও দেখা নেই সংস্কারের। তবে এই রাস্তা মেরামত করতে লাগবে বেশ সময়।

।।বিজ্ঞাপন।।

আদৌতে কবে নাগাদ  আসাম – আগরতলা জাতীয় সড়কটি ফিরে আসবে নিজস্ব ছন্দে?এটা এখনো হলপ করে বলতে পারছে না রাজ্য প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *