ডেস্ক রিপোর্টার, ২১ মার্চ।।
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আগের দিনের সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিন সাত সকালে টিএসএফকে রাস্তায় নামিয়ে দিয়ে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকেই টিএসএফের সদস্যরা গোটা রাজ্যে জাতীয় সড়কে বনধ পালন করছে। এর ফলে সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রদ্যুৎ কিশোরের টিএসএফের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট চালু করা। সরকার তাদের দাবিকে মান্যতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে টিএসএফের আন্দোলন কেন্দ্র করে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে টিএসএফের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
#tripura #romanscript#tsf#strike#jm