#Agartala #NEC #Meeting #Amit #shah #Janatar #Mashal।।

নর্থ-ইস্ট কাউন্সিলের এই বৈঠকের জন্য সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের কথায়, এখন পর্যন্ত বাংলাদেশ ভিত্তিক জঙ্গিদের ত্রিপুরা ভূখণ্ডে কার্যকলাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।তাসত্ত্বেও তাদের বিষয়টি হালকা ভাবে নেওয়া যাবে না। কেন না, অতীতে এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যরা বারবার ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করেছিল।

ডেস্ক রিপোর্টার,১৫ ডিসেম্বর।।
                নর্থ-ইস্ট কাউন্সিল- র বৈঠকের জন্য রাজ্যের আরক্ষা কর্মীদের সমস্ত রকমের ছুটি বাতিলের নির্দেশ। এই মুহূর্তে যারা ছুটিতে রয়েছেন তাদেরকেও কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। আগামী ২০-২১ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থইস্ট কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।নর্থ-ইস্ট কাউন্সিলের এই বৈঠকের জন্য সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠক চলাকালীন রাজ্যের নিরাপত্তাকে আরো জোরদার করতেই নাকি স্বরাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্ত।


রাজ্যের গোয়েন্দা কর্মীদের বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের  অশান্তির আঁচ লেগেছে রাজ্যেও। বাংলাদেশ সীমান্ত হয়ে উঠেছে অতি স্পর্শকাতর।যদিও আন্তর্জাতিক সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএসএফ। সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা। ইতিমধ্যে বাংলাদেশে ডানা মেলেছে বিভিন্ন ভারত বিরোধী শক্তি।তাদের সঙ্গে জোট হয়েছে বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন আল – কায়েদা, আইএসআইএস। বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন জেএমবি’ র স্লিপার সেলের এজেন্টরা ত্রিপুরায় ঘাঁটি গেড়ে থাকতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দার।এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারেও।


রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের কথায়, এখন পর্যন্ত বাংলাদেশ ভিত্তিক জঙ্গিদের ত্রিপুরা ভূখণ্ডে কার্যকলাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।তাসত্ত্বেও তাদের বিষয়টি হালকা ভাবে নেওয়া যাবে না। কেন না, অতীতে এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যরা বারবার ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করেছিল।তাই সীমান্তে বিএসএফ থাকলেও রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো রকম গলদ না থাকে তার জন্য বাড়ানো হবে পুলিশের শক্তি। এনইসির বৈঠক চলাকালীন স্বরাষ্ট্র দপ্তর নিরাপত্তার কোন রকম ঝক্কি নিতে চাইছে না। এই সময়ে গোটা আগরতলা থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।

।।বিজ্ঞাপন।।

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর বিকালে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি থাকবেন ২১ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে দলীয় বৈঠক সহ নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকের মধ্য মনি থাকবেন অমিত শাহ।স্বাভাবিক ভাবেই অমিত শাহের নিরাপত্তায় যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে রাজ্য পুলিশ প্রশাসন। আর এই কারনেই আরক্ষা কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত দপ্তরের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *