স্কচ অ্যাওয়ার্ড ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রায় এক উল্লেখযোগ্য সাফল্য এবং ‘বিকশিত ভারত’ এর স্বপ্ন বাস্তবায়নে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকার এক শক্তিশালী পদক্ষেপ।
আগরতলা, ১০ জানুয়ারি।।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আরও এক গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও স্বাধীন স্বীকৃতি ‘স্কচ অ্যাওয়ার্ড ২০২৫’-এ ‘ইনোভেটিভ প্র্যাকটিসেস (উদ্ভাবনী কার্যক্রম)।’ বিভাগে সম্মানিত হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
শনিবার নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে অনুষ্ঠিত ১০৫তম স্কচ সামিট-র আনুষ্ঠানিক মঞ্চে এই পুরস্কার প্রদান করা হয়।”Governing Viksit Bharat”- শীর্ষক এই সম্মেলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।এই স্বীকৃতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্ভাবনী ব্যাংকিং উদ্যোগ, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর পরিষেবা এবং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস অবদানের স্বীকৃতি বহন করে।
স্কচ অ্যাওয়ার্ড ভারতের শাসনব্যবস্থা, উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার ক্ষেত্রে প্রদান করা সর্বোচ্চ স্বাধীন সম্মান হিসেবে সুপরিচিত। এই পুরস্কার প্রদান করা হয় কঠোর, বহু পদক্ষেপ ভিত্তিক এবং ফলাফল নির্ভর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উক্ত সমস্ত মূল্যায়ন ধাপ সাফল্যের সঙ্গে অতিক্রম করে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে।
ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই সাফল্যের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,”এই সম্মান সমগ্র ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও স্বচ্ছতা, উদ্ভাবন ও জনমুখী ব্যাংকিং পরিষেবার মাধ্যমে জাতীয় উন্নয়নের লক্ষ্যে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, স্কচ অ্যাওয়ার্ড ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রায় এক উল্লেখযোগ্য সাফল্য এবং ‘বিকশিত ভারত’ এর স্বপ্ন বাস্তবায়নে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকার এক শক্তিশালী পদক্ষেপ। এক প্রেস বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

