ডেস্ক রিপোর্টার,৫ জুলাই।।
বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে সরব তিপ্রামথা। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা।শনিবার তিপ্রামথার সদস্যরা আগরতলার উত্তর গেটে জামাতের হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। এই পদ যাত্রায় শামিল হয়েছেন প্রদ্যুৎ কিশোরের দলের নেতা – কর্মীরা।
পদযাত্রায় উপস্থিত তিপ্রামথার নেতা ডেভিড মুড়াসিং জানিয়েছেন, বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা একটি আন্তর্জাতিক ইস্যু। এই সমস্যা নিরসনের জন্য রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই। তাই অনুপ্রবেশ রুখতে তারা এবার দিল্লির দ্বারস্থ হবেন। পদযাএার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত বার্তা দিতে চাইছে তিপ্রামথা নেতৃত্ব।
তিপ্রামথার নেতা ডেভিডের বক্তব্য, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এই রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছে। এর ফলে খর্ব হচ্ছে জনজাতিদের অধিকার। নিজেদের জায়গাতে জনজাতিরাই এখন সংখ্যালঘু। নিজেদের অস্তিত্বের জন্য প্রতি মুহূর্তে তাদের সংগ্রাম করতে হচ্ছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও বহু আন্দোলন করেছে তিপ্রামথা। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। তাই এবার মথার লক্ষ্য দিল্লি।তাহলেই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে দেশের মানুষ জানতে পারবে রাজ্যের আভ্যন্তরীণ পরিস্থিতি।
সম্প্রতি তিপ্রামথা বাংলাদেশী অনুপ্রবেশকারী বিতাড়ন ইস্যুকে সামনে এনে আন্দোলন শুরু করেছে।ঘুরিয়ে বললে বাঙালি বিতাড়ন।প্রদ্যুৎ রাজনীতি করার জন্য এখন গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুকে ছাই চাপা দিয়ে অনুপ্রবেশ ইস্যুকে ট্রাম্প কার্ড করতে চাইছে। তবে এই রাজ্যের বাঙালি এখনো ঘুমে।অথচ বাঙালিরাই এই রাজ্যের ভূমিপুত্র। রাজনীতির জাতাকলে পড়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাঙালি ভুলেই যাচ্ছে তাদের প্রকৃত ইতিহাস। এই সুযোগকে কাজে লাগিয়ে তিব্বত থেকে এই অঞ্চলে আসা ভুয়ো ভূমিপুত্ররা ঘুর পথে বাঙালি বিতাড়ন ইস্যুতে নিজেদের রাজনীতির মাঠ গরম করতে চাইছে। আর আরাম প্রিয় বাঙালি চেয়ে চেয়ে উপভোগ করছে, জনজাতিরা কিভাবে বাঙালিদের বিদেশী তকমা দিয়ে রাজ্যান্তরী করার ব্লু প্রিন্ট তৈরি করেছে। ছিঃ ছিঃ। বাঙালি। সাবধান হয়ে যাও। নয়তো একদিন নিজের ঘরের মধ্যেই জ্বলে উঠবে তোমাদের গণ চিতা।
Tripura News: প্রদ্যুতের নতুন আইটেম।বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রুখতে আগরতলা থেকে দিল্লিতে পদ যাত্রা।
